অবশেষে লঞ্চ হল OnePlus 7 Pro। মঙ্গলবার বেঙ্গালুরুর একটি ইভেন্টে OnePlus লঞ্চ করল তাঁদের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 7 । এই প্রথম এক সঙ্গে তিনটি প্রোডাক্ট লঞ্চ করল OnePlus।
অনেক দিন ধরেই একের পর এক স্পেসিফিকেশন বা ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হচ্ছিল। সব জল্পনা কল্পনা আজ শেষ। সামনে এল OnePlus 7 Pro।
OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেজোলিউশন HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz
OnePlus 7 Pro-তে রয়েছে Snapdragon 855 প্রসেসর, 6GB থেকে 12GB পর্যন্ত RAM ভেরিয়েন্ট আর 128GB, 256GB স্টোরেজ ভেরিয়েন্ট অপশন। সাথে রয়েছে UFS 3.0 সাপোর্ট।প্রসেসর ঠান্ডা রাখতে এই ফোনে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করেছে OnePlus। অসাধারণ সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের সাথে Dolby Atmos।এই প্রথম কোনো OnePlus ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান।
সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় আপনি পেয়ে যাবেন 117 ডিগ্রি ভিউ। আর থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা প্রথম দেখা গেছিল OnePlus 5 আর OnePlus5t তে।
0 Comments