দুম করে হোয়াটসঅ্যাপ কল ধরবেন না, এতে হ্যাক হতে পারে আপনার ফোন !

হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, ইদানিং হোয়াটসঅ্যাপ দেখা গিয়েছে এমন একটি বাগ, যা কিনা আপনার ফোন থেকে সব তথ্য গায়েব করতে পারে ৷ আর এই বাগ আপনার ফোনে ঢুকে পড়বে হোয়াটসঅ্যাপ কলের মধ্যে দিয়ে ৷
হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও কল নয়, বরং অজানা নম্বর থেকেই কল আসবে আপনার ফোনে ৷ যা ধরলেই বাগ সোজা আক্রমণ করবে আপনার ফোনের সফটওয়্যারে ৷ আর তা থেকেই আপনার ফোন হ্যাকড ও আপনার ফোনের সব তথ্য চুরি !
গত মাসেই এই বাগটি নজরে পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ৷ আর সঙ্গে সঙ্গেই এই বাগকে দূর করতে আপডেটের আগমণ ৷

গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷ নিয়মিত পরিষ্কার করতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ৷ আর অজানা নম্বর থেকে ভুলেও ফোন ধরবেন না৷

Post a Comment

0 Comments